Breaking News

পলিথিন দাবিতে দিনহাটা-১ বিডিও অফিসে বিক্ষোভ

দিনহাটা মহকুমায় বন্যার জল কমলেও ত্রান শিবিড়ে এখনো অনেক লোক রয়েছে।মংগলবার ২০০ বেশি ত্রান শিবিড় থাকলেও বুধবার ত্রান শিবিড়ের সংখ্যা ৬০ এর মতো দাড়িয়েছে।   ত্রান শিবিড় থেকে বাড়ি ফিরতেই চরম বিড়ম্বনায় পড়েছে বন্যা দুর্গতরা।দিনহাটা মহকুমার গিতালদহ-১, গিতালদহ-২ ওকড়াবাড়ি ,বড় শৌলমারি, পুটিমারি , শালমারা,নাজিরহাট এলাকার বন্যা দুর্গত অনেক লোকের বাড়ি ঘর ভেঙে গেছে। অনেক লোকের গবাদি পশু রাখার মতো ব্যবস্থা নেই। রান্না ঘর ভেঙে যাওয়াতে পলিথিন টাঙিয়ে রান্না করতে হবে। বন্যা দুর্গত লোকালয়ে পলিথিন খুব দরকার। কিন্তু পর্য়াপ্ত পলিথিন মিলছে না।  বুধবার পলিথিন  দাবিতে  দিনহাটা-১ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় গিতালদহ-১, গিতালদহ-২ ওকড়াবাড়ি ,বড় শৌলমারি, পুটিমারি এলাকার  বন্যা দুর্গতরা ।বিক্ষোভ এর খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাজির হয়।  ত্রান বিতরন নিয়ে স্বজন পোষনের অভিযোগ তোলেন দিনহাটা-১ তৃনমুল সাধারন সম্পাদক কবির হোসেন। তিনি বলেন গোসানীমারিতে পৃকৃত  বন্যা দুর্গতরা  ত্রান পাচ্ছে না। প্রধান ঘনিষ্ঠারাই  ত্রান পাচ্ছে । তৃনমুল
 গোসানীমারি-১  গ্রাম পন্চায়েতে প্রধান মানিক বর্মন বলেন ‘‘ বন্যা দুর্গতরাই  ত্রান পাচ্ছে। তবে সব লোক  ত্রান পায়নি।স্বজন পোষনের অভিযোগ  ভিত্তিহীন  অভিযোগ। কোথাও  বন্যা দুর্গত নাম করে পলিথিন নিয়ে গিয়ে বিক্রী করার অভিযোগ উঠছে।  দিনহাটা-১ বিডিও বলেন ‘‘পলিথিন অভাব রয়েছে।বিভিন্ন  গ্রাম পন্চায়েতে অফিসে  পলিথিন পাঠানো হয়েছে । প্রধান এর কাছ থেকে লেখিত নিয়ে আসলে বিডিও অফিস থেকেও  পলিথিন দেওয়া হচ্ছে।   পলিথিন নিয়ে গিয়ে বিক্রী করার অভিযোগ তদন্ত করা হচেছ।  

No comments