Breaking News

কোচবিহার জেলা জুড়ে ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে

দিনহাটা : সাম্প্রতিক বন্যার পর কোচবিহার জেলা জুড়ে ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে । জেলা স্বাস্থ্য ভবন থেকে ডেংগু রোগীর সংখ্যা দিতে অস্বীকার করলেও বেসরকারি সুত্রে জানা গেছে জেলায় মোট ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জনের মতো । আরো কয়েকজনকে জ্বরের রুগীকে ডেংগু আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ।দিনহাটা মহকুমা হাসপাতালে জ্বরের রুগী  ডেংগু আক্রান্ত  কিনা তা পরিক্ষা করার জন্য  এলিজা টেস্ট এর  ব্যবস্থা না থাকায় রুগীর আত্মীয় স্বজনদের মধ্যে ক্ষোভ জমেছে ।  জেলার ভরপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাঃ বিশ্বজিত রায় বলেন , ডেংগু নিয়ে দুশ্চিন্তার কোনো কারন নেই । বাইরে থেকে সবাই ডেংগু আক্রান্ত হয়ে কোচবিহারে এসেছে ।

                দিনহাটা মহকুমা হাসপাতাল সুত্রে জানা সংকর বর্মন (২১) নামে এক  জ্বরের রুগী  ডেংগু আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে । তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । সংকর বর্মন এর ভাই বিশ্বজিত বর্মন বলেন , দাদা কোলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশুনা করে । দিনহাটায় বন্যা শুনে রবিবার কোলকাতা থেকে বাড়ি ফেরে । সোমবার জ্বর এলে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু জ্বর না কমায় ডেংগু আক্রান্ত  কিনা তা পরিক্ষা করা হয় । প্রাথমিকভাবে ডেংগু আক্রান্ত  সন্দেহ হওয়াতে আজ শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে । গিতালদহ এলাকাতেও  দিল্লী ফেরত জ্বরে আক্রান্ত এক শ্রমিককেও ডেংগু আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।  জেলা স্বাস্থ্য ভবন থেকে জানা গেছে ৩ জন ডেংগু রোগী কোচবিহার জেলা হাসপাতালে চিকিত্সার পর সুস্থ হয়েছে । বাকিদের চিকিত্সা চলছে । 

No comments